গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে
ফরিদপুরে পদ্মার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কিছু এলাকায় তীব্র নদী ভাঙন শুরু হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৮.৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন “পানি বৃদ্ধির ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি বালু ভর্তি জিও ব্যাগ ফেল প্রাথমিক প্রটেকশনের জন্য।”
জেলার সদর উপজেলার গোলডাঙ্গী এলাকার গৃহিনী নাছিমা বেগম বলেন, “গত পাঁচ দিন দিন ধরে পানি বাড়ছে। আমাদের বাড়ির আশেপাশে পানি চলে এসেছে। মাঠে ধান তলিয়ে যাচ্ছে।”
উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, তার ইউনিয়নের বেশির ভাগই চরাঞ্চল। পানি বাড়ায় চরের মাঠ-ঘাট তলিয়ে গেছে এবং আউশ ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, পানি বৃদ্ধির বিষয়টি তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে খোঁজখবর রাখতে। কোথাও জনমানুষের দুর্ভোগ সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে সে স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে বলে জানান তিনি।
মতামত দিন