'আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই। আমাদের মধ্যে তথ্য উপাত্ত বিনিময়ের ধারা অব্যাহত থাকবে'
পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান বলেছেন, “পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ কমবে। পুলিশ ও সাংবাদিকদের কাজের ধরন প্রায় এক। পিরোজপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই। আমাদের মধ্যে তথ্য-উপাত্ত বিনিময়ের ধারা অব্যাহত থাকবে। আমি একজন সাংবাদিকবান্ধব মানুষ।”
মঙ্গলবার (১৭ আগস্ট) পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান প্রমুখ।
বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম নারায়ণ রায় চৌধুরী, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সব সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত দিন