রবিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন সড়কের মুন্সি পাম্পের সামনে এ ঘটনা ঘটে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রবিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন সড়কের মুন্সি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল হাইয়ের ছেলে আজাদ হোসেন (২৮), গাজীপুরের টঙ্গী এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন (৩৯) ও চাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১)। এ ঘটনায় আহত আরও একযাত্রী গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ৩ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি ভুলতা থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক আলমগীর হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহতবস্থায় ৩ যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে আজাদ ও রফিকুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক যাত্রী চিকিৎসাধীন রয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, ঘটনার পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও প্রাইভেট উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের আবেদন করেছেন নিহতদের পরিবার। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত দিন