শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন এবং তার কথাবার্তাও অস্পষ্ট
১৩ বছর বয়সী শিশু জিহাদ, রাত দেড়টার দিকে রাজবাড়ী বাজারের রেলস্টেশন রোড এলাকায় ঘোরাফেরা করছিল। এত রাতে ছোট শিশুটিকে দেখে টহলরত পুলিশ অফিসার গাড়ি থামান এবং তার কাছে এগিয়ে যান। তিনি বুঝতে পারেন শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন এবং তার কথাবার্তাও অস্পষ্ট।
ঘটনাটি শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতের।
ওই ডিউটি অফিসার বিষয়টি তিনি রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনকে জানান। ওসির নির্দেশে শিশুটিকে সেখান থেকে রাজবাড়ী থানায় যায় পুলিশ। তার খাবারের ব্যবস্থা করার পাশপাশি আদর করে তার নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। শিশুটি অস্পষ্টভাবে বাড়ির ইউনিয়নের নাম জানায়। সেই সূত্রে সেখানকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সহযোগিতায় খুঁজে বের করা সম্ভব হয় শিশুটির পরিবারের সদস্যদের।
শনিবার দুপুরে ওসি শিশুটিকে তার দাদা আব্দুল লতিফ শেখের হাতে তুলে দেন।
লতিফ শেখ জানান, তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে। জিহাদ নামে শিশুটির বাবার নাম জসিম শেখ। শিশুটি বিশেষ চাহিদাসম্পন্ন। গত শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে রাজবাড়ী বাজারে চলে যায়।
নাতিকে খুঁজে পাওয়ার পর তার দাদা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে তার এ ধরনের মানবিক কাজগুলো করে আসছেন। তবে শিশুটির পরিচয় উদ্ধার করতে তাদের বেশ বেগ পোহাতে হয়েছে।
স্বল্প সময়ের মধ্য শিশুটিকে পরিবারের সদস্যদের হাতে ফিরিয়ে দিতে পারাটাকেই বড় ব্যাপার বলে মনে করেন তিনি।
মতামত দিন