নিহত কৃষকরা হলেন বগুড়ার শাজাহানপুরের আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (২৭)
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমিতে মরিচের চারা রোপনের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
বজ্রপাতে নিহত কৃষকরা হলেন, বগুড়ার শাজাহানপুরের আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (২৭)।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকাল থেকেই হালকা বৃষ্টিপাত হচ্ছিল তখন শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম বাড়ির কাছের জমিতে অন্য শ্রমিকদের সাথে মরিচের চারা রোপন করতে যান। সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
এ বিষয়ে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানান, কোন অভিযোগ না থাকায় বজ্রপাতে নিহত দুইজনের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন