বগুড়ার ধুনট থানা পুলিশ ২০০ গ্রাম গাঁজাসহ সরোয়ার মণ্ডল (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে
বগুড়ার ধুনট থানা পুলিশ ২০০ গ্রাম গাঁজাসহ সরোয়ার মণ্ডল (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সারোয়ার মণ্ডল ধুনট উপজেলা কালেরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)। তিনি একই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে। সরোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। শুক্রবার রাতে গোপনে খবর পেয়ে রামনগর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শনিবার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। পরে সরোয়ারকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
মতামত দিন