হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে
কুমিল্লার মুরাদনগরে ১৯ দিনের শিশু ঘর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পার্শ্ববর্তী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা রত্না আক্তারকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বাইড়া ফরিদ ভান্ডারীর বাড়ির বাচ্চু মিয়ার ঘর থেকে প্রবাসী মজিবুর রহমানের ১৯ দিনের শিশু রাবেয়া নিখোঁজ হয়। পরে শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বাড়ির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপর পরিবারের সকল সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় শিশুটির মা রত্নাকে আলাদা করে জিজ্ঞাসাবাদে ঘুমন্ত শিশু রাবেয়াকে হত্যার কথা স্বীকার করেন তিনি। কেউ যাতে বুঝতে না পারে সে জন্য নিখোঁজের নাটক সাজিয়ে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি।
পুুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির মা জানিয়েছেন, “প্রথম সন্তান মেয়ে হওয়ায় তাকে হত্যা করে সকলের অগোচরে খালে ফেলে দেন তিনি।”
এ ঘটনায় নিহতের দাদা বাচ্চু মিয়া বাদী হয়ে শুক্রবার সন্ধায় বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “শিশুটির মা রত্নাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন। প্রথম সন্তান মেয়ে হওয়ায় এ কাজ করেছেন।”
হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৪ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন