এ ঘটনায় পাঁচ পথচারী আহত হয়েছেন
গাজীপুর মহানগরের ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মিরেরবাজার এলাকায় রেললাইনে উঠে বিকল হয়ে যাওয়া একটি গ্যাসবাহী লরির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ পথচারী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরের বাজার রেল লাইন পার হচ্ছিল। এ সময় লরিটি রেল লাইনে উঠে হঠাৎ বিকল হয়ে যায়। একই সময়ে ঢাকা থেকে যাত্রীবাহী তিতাস ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। টঙ্গী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির গতি কম ছিল। তবুও চালক সেটিকে সংঘর্ষের আগে থামানোর চেষ্টা করে ব্যর্থ হলে ট্রেনটি বিকল লরিটিকে ধাক্কা দেয়।
এতে লরিটি লাইনের ওপর ছিটকে পড়ে এবং পেছনের অংশ ভেঙে যায়। যাত্রীবাহী ট্রেনটি থামিয়ে টঙ্গী স্টেশনে ফিরে যায়। রাত সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পাঁচ পথচারী আহত হয়েছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটিকে সরিয়ে নেওয়ার কাজ করছে। উদ্ধারকারী দল এসে লরিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মতামত দিন