বিদ্যুতায়িত বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও মারা যান
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৫৫) ও রবিজল হক (৫০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া এলাকায়।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবারও বিকেলে বাড়ির পাশের সেচ পাম্প চালাতে যান দুই ভাই। পাম্প চালু করতে গেলে বিদ্যুতায়িত হন বড় ভাই আব্দুল হক। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিজল হকও বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা রহমান তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মতামত দিন