পাম্প ঠিক করতে ওই তিন ভাই গোবরের গর্তে নামেন
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গরুর খামারে গোবরের গর্তে আটকা পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তাদের অচেতন অবস্থায় গোবরের গর্ত থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
ওহাইও অঙ্গরাজ্যের সেন্ট হেনরি অঞ্চলের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, পাম্প ঠিক করতে ওই তিন ভাই গোবরের গর্তে নামেন। এরপর তারা সেখানে আটকা পড়েন। উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
গবরের গর্তে সৃষ্ট হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন মনোক্সাইড এবং অ্যামোনিয়ার মতো বিষাক্ত গ্যাস থেকে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
ওহাইও স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, সেখানে বড় আকারের খামারে গোবরের গর্ত রাখা হয়। এগুলোতে জমা রাখা গোবর কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তবে এসব গর্তে অনেক সময় ভয়ংকর গ্যাস তৈরি হতে পারে।
মতামত দিন