আটককৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সুনামগঞ্জের ছাতকে মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২১) গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) বিকেলে ওই তরুণীকে উদ্ধারের পর অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতি (২৬), খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন দিলদার (২৮) ও হাবিবুলের ছেলে বিল্লাল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ গ্রাম থেকে পাশের গ্রামে মামার বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। পথে কতিপয় দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করে। পরে তাকে একটি ঘরে আটকে রাখে দুর্বৃত্তরা। গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার ও জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ আগস্ট) তরুণীর ভাই বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১১) দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন ধর্ষণ ও আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত দিন