সকাল পৌনে ১০ টার দিকে সাভারের আমিন বাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়
দীর্ঘদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত থাকায় শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিমের। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে রাজধানীতে আনার পথে সাভারের আমিনবাজার এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২৩ জুলাই তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। যমুনা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি কনক রহমান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডালিম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ অবস্থায় ২৩ জুলাই তিনি কোভিড পজিটিভ হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য ১২ আগস্ট ভোরে তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়। সকাল পৌনে ১০ টার দিকে সাভারের আমিন বাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এ অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল ১০টার দিকে সেখানের চিকিৎসকরা ডালিমকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আরিফুল ইসলাম ডালিম যমুনা টেলিভিশনসহ দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি'র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাকে চুয়াডাঙ্গায় দাফন করা হবে।
মতামত দিন