কারখানা কর্তৃপক্ষের দাবি স্ট্রোকে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় লিফটের তার ছিঁড়ে কাপড়ের বোঝা পড়ে প্রবীন বৈদ্য (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় অবস্থিত ক্রোনী গ্রুপের ডাইং শাখায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের দিকে শ্রমিক প্রবীনসহ কয়েকজন নিচতলা থেকে লিফটে করে দোতলায় কাপড়ের ভারী বোঝা তুলছিলেন। এ সময় লিফটের তার ছিঁড়ে গেলে একটি কাপড়ের বোঝা প্রবীনের ওপর পড়লে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই বিনয় বৈদ্য জানান, কারখানায় কাপড়ের ভারী ভারী থান লিফটের সাহায্যে ওঠানো-নামানোর কাজ করতো প্রবীণ বৈদ্য।
এ ব্যাপারে ক্রোনী গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু জাফর জানান, কারখানায় লিফটের তার ছিঁড়ে কাপড়ের বোঝার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়নি। স্ট্রোক করে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে তার দাবি।
হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাজমুল হোসেন জানান, এ শ্রমিকের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। মরদেহের সাথে আসা লোকজন আমাদের জানিয়েছে যে কাপড়ের ভারী বোঝা পড়ে তার মৃত্যু হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন