মাদকের টাকা না দিলে বিভিন্ন সময়ে বাড়িঘর ভাংচুর ও তার বোনদেরও মারধর করত অভিযুক্ত রিপন
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা-মা ও বোনদের মারধরের অভিযোগে মাদকাসক্ত এক যুবককে পুলিশে সোপর্দ করেছে তার পরিবার।
বুধবার (১১ আগস্ট) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রিপন হোসেন নামে ওই যুবককে আটক করে পুলিশ।
মাদকাসক্ত রিপন হোসেন তার বাবা-মা ও বোনদের মারধর করায় স্থানীয় লোকজন তাকে আটক করে নিকটাবর্তী কচুয়া থানায় খবর দেয়। ঘটনা শুনে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক সিদ্দিকী আটক করে থানায় নিয়ে আসে।
বোন কুলছুমা আক্তার আঁখি ও ইকরা আক্তার অভিযোগ করে জানান, অভিযুক্ত রিপন কারণে-অকারণে তাদের বাবা-মাকে নির্যাতন করে। এমনকি নেশার টাকা না পেলে তাদেরকেও মারধর করে।
মাদকাসক্ত যুবক রিপনের বাবা রিকশাচালক বিল্লাল হোসেন ও মা মনোয়ারা বেগমের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান, দীর্ঘ কয়েক বছর ধরে রিপন হোসেন মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে বাবা-মা বোনদের ওপর বিভিন্ন সময়ে মারধরসহ এলাকায় নানা অপকর্ম করে আসছে। বিশেষ করে মাদকের টাকা না দিলে বিভিন্ন সময়ে বাড়িঘর ভাংচুর ও তার বোনদেরকেও মারধর করত। স্থানীয়দের মতে, অতিরিক্ত মাদকসেবনের কারণে রিপন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে।
অভিযুক্ত রিপনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি
মতামত দিন