এ নিয়ে দুই চালানে দেশে এলো সিনোফার্মের ৩৪ লাখ ৬০১ ডোজ টিকা
ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে এসে পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ ভ্যাকসিন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।
বুধবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় একটি বিশেষ ফ্লাইটে করে দেশে আসে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকার চালান। সেটি ছিল কোভ্যাক্স সুবিধার আওতায় আসা টিকার প্রথম চালান। এ নিয়ে দুই চালানে দেশে এলো সিনোফার্মের ৩৪ লাখ ৬০১ ডোজ টিকা।
মতামত দিন