৭ কেজি ৪’শ গ্ৰাম গাঁজা, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর কাগজসহ তাকে গ্রেপ্তার করা হয়
রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের অভিযানে মো. নান্নু মুন্সী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নান্নু মুন্সী কালুখালী উপজেলার চরনারায়নপুর গ্রামের মৃত আ. রশিদ মুন্সির ছেলে।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় নান্নু মুন্সীর কাছ থেকে ৭ কেজি ৪’শ গ্ৰাম গাঁজা, একটি গাঁজা মাপার ডিজিটাল মেশিন, গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা, ৯০ হাজার টাকার জাল নোট, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর কাগজসহ অন্যান্য সরঞ্জামসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। তার নামে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হবে।”
মতামত দিন