ক্লিনিকটির রোগীদের পর্যবেক্ষণ কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় বেসরকারি হাসপাতাল এ্যাপোলো ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। রাজিব (২৭) ও হৃদয় (২০) নামে ওই দুই তরুণ হাসপাতালটির ওয়ার্ডবয় হিসেবে কর্মরত। গুরুতর অবস্থায় রাজিবকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বুধবার ( ১০ আগস্ট) দুপুরে ক্লিনিকটির রোগীদের পর্যবেক্ষণ কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষ ও নার্সদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ক্লিনিকে এক প্রসূতির অস্ত্রোপাচার করা হয়। তাকে পর্যবেক্ষণে রাখার জন্য হৃদয় ও রাজিব ক্লিনিকের ৪র্থ তলায় পর্যবেক্ষণ কক্ষে সিলিন্ডার প্রস্তুত করছিলেন।
এ সময় হঠাৎ ৪১০ নম্বর কক্ষে বিকট শব্দ হয়। তখন হাসপাতালটির অন্যান্য কর্মীরা ছুটে গিয়ে দেখেন ওই দুই ওয়ার্ডবয় দগ্ধ ও আঘাতপ্রাপ্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
রাজিবের শরীরের ৬০ থেকে ৭০% পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। হৃদয়ের চিকিৎসা চলছে এ্যাপোলো ক্লিনিকেই।
ক্লিনিকের ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, আনুমানিক ৩টার দিকে প্রসূতিদের পর্যবেক্ষণ কক্ষে অক্সিজেন সিলিন্ডারে বৈদ্যুতিক মিটার বসানোর সময় বিস্ফোরণে দগ্ধ হন তারা।
হৃদয় মাথায় আঘাত পেয়েছে। রাজিবকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে। তারা দুজনই ওয়ার্ড বয় হিসেবে ক্লিনিকে কাজ করছিলেন।
তার ধারণা, অক্সিজেনের অতিরিক্ত প্রেশার অথবা সিলিন্ডারে লিকেজ থাকায় এ বিস্ফোরণ হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ জামান বলেন, ক্লিনিকে বিস্ফোরণের খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মতামত দিন