চীনের সিনোফার্মের তৈরি আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি
চীনের সিনোফার্মের তৈরি আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। বুধবার (১১ আগস্ট) মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, "আমরা সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন ডোজ টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছি। দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য আমাদের ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন কেনা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। বাকিটা পর্যায়ক্রমে আনব।"
টিকার দাম প্রসঙ্গে তিনি বলেন, "দাম বলব না। আগে যে দাম নির্ধারিত ছিল তার চেয়ে বাড়েনি।"
২৭ কোটি ডোজ টিকা কিনতে সরকারের কতো টাকা লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রাইসটি আমাদের জানা নেই। কারন বাকিগুলো এখনো নেগোসিয়ে শন চলছে। প্রাইস ফাইনালাইজড হলে আমরা বলতে পারবো। প্রাইস এখনো ফাইনালাইজড হয়নি।"
মতামত দিন