বুধবার (১১ আগস্ট) থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে দেশের সকল ব্যাংক
দেশব্যাপী কঠোর লকডাউন শেষে স্বাভাবিক সময়সূচিতে ফিরল ব্যাংক ও শেয়ার বাজার।
বুধবার (১১ আগস্ট) থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে দেশের সকল ব্যাংক। এছাড়া ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কর্মীদের পালাক্রমে দায়িত্বপালনও উঠে গেছে।
এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণরোধে গতবছর ২৯ মার্চ থেকে সীমিত আকারে খোলা ছিল ব্যাংক। প্রায় ১৬ মাস পর ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ব্যবসায়ী জনগোষ্ঠী।
মতামত দিন