বর্তমানে তিনি সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং যৌন নিপীড়ন বিরোধী সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ হিসেবে নিযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার। এর আগে বিশ্ববিদ্যালয়টির এই পদে আর কোনো নারী কাজ করেননি।
মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বর্তমানে তিনি সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং যৌন নিপীড়নবিরোধী সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে। কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, “আমাকে বিশ্ববিদ্যালয়ের এমন একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার উপর অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠা এবং সততার সাথে পালন করতে চাই।”
উল্লেখ্য, গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের মেয়াদ শেষ হয়। ৯ জুলাই তিনি উপ-উপাচার্যের দায়িত্ব নেন।
মতামত দিন