সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১০ আগস্ট) আবহাওয়া অফিসের এক বুলেটিনে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুলেটিনে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী জেলায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগে।
বুলেটিনে বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।
মতামত দিন