জেলা প্রশাসক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
করোনাভাইরাসের টিকার জন্য জনপ্রতি ২০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের চেয়ারম্যান আলিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের রজাকপুর ম্যাচপাড়া গ্রামের ইউসুফ আলী। তবে অভিযুক্ত চেয়ারম্যানের দাবি, যারা টিকার জন্য রেজিস্ট্রেশনের কাজ করেছেন, তারা “সার্ভিস চার্জ” হিসেবে ওই টাকা নিয়েছেন।
সোমবার (৯ আগস্ট) জেলা প্রশাসককে দেওয়া লিখিত অভিযোগে ইউসুফ আলী উল্লেখ করেন, সারাদেশের মতো বগুড়ার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে কোভিড-১৯ দিকা দেওয়ার কার্যক্রম চলছে। কিন্তু বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে টিকা নিতে জনপ্রতি ২০ টাকা করে দিতে হচ্ছে। টিকা নিতে আসা গ্রামের সাধারণ মানুষের কাছে চেয়ারম্যান আলিম উদ্দিন জনপ্রতি ২০ টাকা করে নিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে ফোনে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এবং ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী রাঙ্গাকে জানানো হয়েছে।
স্বাস্থ্য সহকারী রাঙ্গা টিকাগ্রহীতাদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন ইউসুফ আলী।
এ বিষয়ে জেলা প্রশাসক জিয়াউল হক সাংবাদিকদের জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযুক্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের দাবি, তিনি টাকা নিয়েছেন এমন অভিযোগ ভিত্তিহীন। তবে তিনিও টিকা গ্রহণকারীদের কাছে টাকা আদায়ের কথা শুনেছেন।
চেয়ারম্যান বলেন, “যারা টিকার রেজিস্ট্রেশন করেছেন, সেই উদ্যোক্তারা তাদের কাজের সার্ভিস চার্জ নিয়েছেন।”
মতামত দিন