আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার কথা রয়েছে দেশটির
করোনাভাইরাসের টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিচ্ছে চীন।
মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে বেইজিং বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে এবারই প্রথম টিকার চালান পাঠালো দেশটি। ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
এর আগে, ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার পাঠায় চীন। ১৩ জুন আরও উপহারের ছয় লাখ টিকা পাঠায় দেশটি। তবে কোভ্যাক্সের আওতায় এবারই প্রথম টিকা উপহার দিলো দেশটি।
এর আওতায় আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার কথা রয়েছে দেশটির।
মতামত দিন