সোমবার বিকেলে নিজ জমিতে তারা মরিচের চারা রোপণ করছিলেন
বগুড়ার কাহালু উপজেলায় মাঠে মরিচের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে গুপিনাথ চন্দ্র প্রামানিক নামে এক কৃষক ও তার ৫ম শ্রেণি পড়ুয়া ছেলে নিরব চন্দ্র প্রামানিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় পশ্চিম হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান মিটু চৌধুরী ও নিহতদের স্বজনরা জানান, করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় নিরব তার বাবাকে কৃষিকাজে সহযোগিতা করত। সোমবার বিকেলে নিজ জমিতে বাবা বাবা-ছেলে মরিচের চারা রোপন করছিলেন। তখন আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছিল। সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে জামিতে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, বজ্রাঘাতে নিহত কৃষক বাবা-ছেলের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন