শতাধিক নারী-পুরুষ অভিযুক্তের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন
৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল আলম ওরফে বরিককে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সকালে ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা ট্রিবিউনকে
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, সোমবার সকালে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় পুকুরে গোসল করতে গিয়েছিল ভুক্তভোগী মেয়েটি। পুকুরে সাঁতার কাটার সময় মনিরুল তাকে যৌন হয়রানি করেন। এরপর বাড়ি গিয়ে শিশুটি তার মাকে গিয়ে ঘটনাটি জানায়। শিশুটির মা ঘটনার প্রতিবাদ জানাতে মনিরুল আলমের বাসায় যান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি টের পান।
একপর্যায়ে শতাধিক নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানার পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল বলেন, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মনিরুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
মতামত দিন