অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে তল্লাশি অভিযান দীর্ঘায়িত বা বাধাগ্রস্ত হতে পারে বলেই আদালতের এই নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান থাকায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন প্রশাসনিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে তল্লাশি অভিযান দীর্ঘায়িত বা বাধাগ্রস্ত হতে পারে বলেই আদালতের এই নিষেধাজ্ঞা।
রবিবার (৮ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
দুদক জানায়, প্রতিষ্ঠানের উপ-প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করা হচ্ছে।
দুদকের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তির নামে ১৫টি ব্যাংকের মোট ৯৭টি একাউন্টের মাধ্যমে গত ৬ বছরে মোট ১০৬ কোটি টাকা লেনদেন হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির নামে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে ২৬টি, প্রাইম ব্যাংক লিমিটেডে ২৯টি, ঢাকা ব্যাংক লিমিটেডে ১০টি, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে ১০টি ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডে ৩টি একাউন্ট রয়েছে।
আইডিয়াল স্কুলে ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আয়কৃত অর্থ দিয়ে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এর মাঝে রামপুরার বনশ্রী মসজিদ মার্কেটে বিশ্বাস লাইব্রেরি, আফতাবনগরের বি ব্লকে বিশ্বাস বাজার সুপারশপ, বনশ্রী ৫ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে ভিশন-৭১ নামে একটি আবাসন প্রতিষ্ঠান, আফতাবনগরে ৪টি এবং বনশ্রীতে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে।
মতামত দিন