প্রায় ৬ থেকে ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন।
শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় মৃত ডলফিনটি সৈকতে পরে থাকতে দেখতে পান স্থানীয় জেলেরা।
তারা জানান, প্রায় ৬ থেকে ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (৭ আগস্ট) বিকেলে সৈকতে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সংবাদ দেওয়া হয়। পরে তাদের নির্দেশে সৈকতে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটি মারা যায়।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সৈকতে ভেসে আসা মাছটি ‘গঙ্গা নদীর ডলফিন’। ঠিক কী কারণে ডলফিনটি মারা গেছে তা বলা যাচ্ছে না। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। ফলে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও এরা অনেক সময় মারা যায়। জোয়ারের তোপে মৃত ডলফিন সমুদ্র তীরে চলে আসে।”
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে।
মতামত দিন