রাজশাহীর বাগমারায় টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন ওই আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক
প্রকৌশলী হয়ে স্বাস্থ্যকর্মীর ভূমিকা পালন করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
শনিবার (৭ আগস্ট) দুপুরে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন তিনি। এরপরই সমালোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মুখ খোলেননি কেউ।
প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গণটিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এক ব্যক্তির শরীরে টিকা পুশ করলেন এমপি, একজন সচেতন জনপ্রতিনিধির কাছে কেউ প্রত্যাশা করে না, উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিকা দেওয়া দেখে যেতে পারতেন তিনি।
এ বিষয়ে রাজশাহীর-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
তবে বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, “টিকাগ্রহণকারী ওই বৃদ্ধ সুস্থ আছেন। চিকিৎসক ও টেকনিশিয়ান এমপি’র পাশে থেকে তাকে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা মোতাবেক ভালোভাবে টিকা পুশ করেছেন তিনি।”
জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, “যে কেউ প্রশিক্ষণ নিলে এটি করতে পারেন। কিন্তু এমপি এ বিষয়ে প্রশিক্ষণ ছাড়া কীভাবে টিকা পুশ করলেন!” প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছাড়া টিকা পুশ করা ঠিক হয়নি বলেও জানান তিনি।
শনিবার (৭ আগস্ট) রাজশাহীতে গণটিকা নিয়েছে ৮০,০৭৮ জন মানুষ। এর মধ্যে পুরুষ ৪২,০১২ জন ও নারী ৩৮,০৬৬ জন। রাজশাহী নগরীতে টিকা নিয়েছে ৩২,৪৩৬ জন। আর রাজশাহীর ৯ টি উপজেলাগুলোতে টিকা নিয়েছে ৪৭,৬৪২ জন।
মতামত দিন