জেলা প্রশাসক জিয়াউল হক সকালে শহরের করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ বুথে টিকাদান কার্যাক্রমের উদ্বোধন করেন
বগুড়ায় ৩৫৭টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয়েছে গণটিকাদান কার্যক্রম।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭১ হাজার ৪০০ মানুষের লক্ষ্যমাত্রা নিয়ে টিকা কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসক জিয়াউল হক সকালে শহরের করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ বুথে টিকাদান কার্যাক্রমের উদ্বোধন করেন।
বুথগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকেই টিকা নিতে আসা বিভিন্ন বয়সী মানুষের ভীড় ছিল বুথগুলোতে। অগ্রাধিকারের ভিত্তিতে পঞ্চাশোর্ধ, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দূর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষকে আগে টিকা দেওয়া হয়।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও বগুড়া এবং শেরপুর পৌরসভায় করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের একটি ওয়ার্ডে তিনটি, বগুড়া এবং শেরপুর পৌরসভার ৩০টি ওয়ার্ডের প্রতিটি বুথে ২০০ জনকে টিকা দেওয়া হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৩৫৭টি বুথের প্রত্যেকটিতে দু’জন করে টিকাদান কর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে।
আগামি শনিবার (১৪ আগস্ট) থেকে প্রতিদিন প্রতিটি বুথে ২০০ জনকে টিকা প্রদান করা হবে।
মতামত দিন