গত ২৪ ঘন্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৫৯ জনের শরীরে
রংপুর বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে গত ৩৭ দিনে রংপুর বিভাগে ৩৫ নারীসহ ৫৬৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ৮৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দিনাজপুরে ৬৪ জন। এছাড়া রংপুরে ৪০ জন, পঞ্চগড়ে ২ জন নীলফামারীতে ১১ জন, লালমনিরহাট ১০ জন কুড়িগ্রামে ১৩ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন এবং গাইবান্ধায় ১৮ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে রংপুরের ৪ জন, নীলফামারীর ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, দিনাজপুরে ২ জন এবং গাইবান্ধায় ১ জন।
এদিকে রংপুরে কোভিড হাসপাতালে ৮টি আইসিইউ বেড এবং দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬ টি বেডের একটিও ফাঁকা নেই।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে কোভিড রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দু লাখ ২৬ হাজার ৯শ ১৮ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৭ হাজার ৬শ ৭৮ জনের। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪শ ২৩ জন।
মতামত দিন