ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ আগামী অক্টোবর মাসে এবং নভেম্বরে দুই কোটি ডোজ আসবে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকা আসছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পৃথিবীতে টিকার সংকট রয়েছে। এমন কোনো দেশ নেই যেখানে আমরা টিকার সন্ধান না করেছি। প্রতিটি জায়গায় আমাদের দূতাবাস কাজ করছে। চীন থেকে তিন কোটি ডোজ টিকা আনার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম, আরও ছয় কোটি টিকা আনার জন্য আমরা চুক্তিবদ্ধ হচ্ছি। ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ আগামী অক্টোবর মাসে ও দুই কোটি ডোজ নভেম্বরে দেশে আসবে। বাকি টিকা পর্যায়ক্রমে পাওয়া যাবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন আমরা চুক্তিবদ্ধ হয়ে যাব।”
তিনি আরও বলেন, “আমাদের সংক্রমণ কমাতে হবে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে। ডাক্তার-নার্স তো ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রোল করতে পারবে না। ফেরি কন্ট্রোল করতে পারবে না। ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারবে না। আমাদের জনগণের সাপোর্ট দরকার। জনগণ পারবে এই ইনফেকশনের হার কমাতে।”
ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অনুভব করছিলাম, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালের শয্যাগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে। রোগী ভরে যাচ্ছে। ২০ দিন আগে আমরা কনভেনশন সেন্টারটি দেখতে এসেছিলাম। যে কারণে এই কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপান্তরিত করার জন্য আমরা ব্যবস্থা নিলাম। উত্তর সিটি করপোরেশনে আমরা ২৪ দিনে একটি হাসপাতাল করেছিলাম। সেটিও এক হাজার শয্যার ছিল। এই হাসপাতালটিও এক হাজার শয্যায় উন্নীত করা হবে।”
মতামত দিন