পুলিশ জানায়, কোনও বাস মহাসড়কে চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
কঠোর লকডাউনের মধ্যেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে গণপরিবহণ। এতে করে কার্যকর হচ্ছে না গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা।
শনিবার (৭ আগস্ট) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে যাত্রীবাহী গণপরিবহণের দেখা পাওয়া যায়।
এ ছাড়া শহরের অনেক ব্যবসায়ীও খোলা রেখেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে মেইন রোড, ভিক্টোরিয়া রোডসহ শহরের অনেক জায়গাতে দোকান খোলা রেখে ব্যবসা করতে দেখা গেছে। বাজারগুলোতেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
মহাসড়কে বাস চলাচলের বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, লকডাউন কার্যকর করতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও কোনো বাস মহাসড়কে চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মহাসড়কে গণপরিবহন চলাচলের বিরুদ্ধ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শুক্রবার (৬ আগস্ট) ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ৫৬টি বাসের চালককেও জরিমানাও করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে ২২টি গণপরিবহণের বিরুদ্ধে মামলা করে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। এরপরও বিকল্প সড়ক দিয়ে বাস চলাচল করছে।
মতামত দিন