রাজবাড়ীর পাংশা উপজেলার ভট্টাচার্য এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়
রাজবাড়ীর পাংশায় অস্ত্র এবং বিপুল সংখ্যক ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে পাংশা উপজেলার ভট্টাচার্য এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-- রাজবাড়ীর মো. আশরাফুজ্জান ওরফে আরিফ (৩৩) ও মো. মিন্টু (২৯) এবং পিরোজপুরের মো. মামুন শিকদার (৩১)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, নয় হাজার ২০০টি ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নয়টি সিমকার্ড ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রামে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদকসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকদ্রব্য বিক্রির জন্য ওই গ্রামে অবস্থান করছিল তারা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।
মতামত দিন