নিহত রোজিনার স্বামীর সঙ্গে সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল
কুমিল্লার বরুড়া উপজেলায় রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রোজিনা ওই গ্রামের মোল্লা বাড়ির সোহেল মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে উপজেলার ভাউকসার ইউনিয়নের চাত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত রোজিনার স্বামী সোহেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই সোহেলের চাচাতো ভাই জোবায়ের হোসেন, জামাল হোসেন, শরিফ হোসেন ও রহমত আলমগীর হোসেনের বিরোধ চলছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে বসতঘরের সীমানা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রোজিনাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটায় রাতেই রোজিনাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নিহতের মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনার পর, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন