জেলার বিভিন্ন এলাকার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের কোভিড শনাক্ত হয়েছে
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং ও করোনাভাইরাস উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর দু’জন মারা যান উপসর্গ নিয়ে। ফলে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জনে।
শুক্রবার (৬ আগস্ট) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক নির্ঝর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ১১ জনই বগুড়ার। এরা হলেন- বগুড়া সদরের আদুস সামাদ (৬০) ও সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুরের জাকিয়া সুলতানা (২৭), সারিয়াকান্দির জরিনা বেগম (৬০) ও মমিনুল ইসলাম (৪৮), দুপচাঁচিয়ার হারুন অর রশিদ (৭১) ও শাকের আলী (৫০), ধুনটের দেলোয়ার হোসেন (৫৫) ও চাঁন মিয়া (৭০), কাহালুর রতন মিয়া (৪০) এবং সোনাতলার জেবুন্নেছা খাতুন (৬০)।”
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানা যায়, শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৫২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০ জনের নমুনায় দু’জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৮২ জনের নমুনায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মোট আক্রান্ত ৯২ জনের মধ্যে বগুড়া সদরে ৫৯ জন, শাহজাহানপুরে ৮ জন, সারিয়াকান্দি ও কাহালুতে ৫ জন করে, শেরপুরে ৪ জন, শিবগঞ্জ, আদমদীঘি ও ধুনটে ৩ জন করে এবং দুপচাঁচিয়া ও গাবতলীতে একজন করে শনাক্ত হয়েছেন। জেলায় বর্তমান শনাক্তের হার ১৭.৯৩%।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩১ জন। এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন।
মতামত দিন