নির্ধারিত টোকেন ছাড়া বাইরে দেখা গেলে কিংবা কোনো বাসিন্দা অভিযোগ দিলে অভিযুক্ত কুকুরটিকে আটক করবে ক্যান্টনমেন্ট বোর্ড
সম্প্রতি রাজধানীর বনানী ডিওএইচএস শিশু ও গৃহকর্মীর ওপর চড়াও হয় কুকুর। যার পরিপ্রেক্ষিতে কুকুর পালনের বিষয়ে সেখানকার বাসিন্দাদের একটি গাইডলাইন দিয়েছে আবাসিক এলাকাটির কর্তৃপক্ষ।
বুধবার (৪ আগস্ট) দেওয়া এক নোটিশে বনানী ডিওএইচএস পরিষদ কর্তৃপক্ষ জানায়, আগামী ১৫ আগস্টের পর টোকেন, বেল্ট এবং মালিক ছাড়া কোনো পোষা কুকুর রাস্তায় বের হতে দেওয়া যাবে না।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণীপ্রেমীরা।
নোটিশে বলা হয়, পোষা কুকুরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে এবং প্রাণীটি যদি কাউকে আক্রমণ করে তবে মালিককে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। নির্ধারিত টোকেন ছাড়া বাইরে দেখা গেলে কিংবা কোনো বাসিন্দা অভিযোগ দিলে কুকুরটিকে অবশ্যই আটক করবে ক্যান্টনমেন্ট বোর্ড।
বনানী ডিওএইচএস পরিষদের কর্মকর্তা কর্নেল (অব.) আসিফুল হোসেনের সই করা নোটিশটিতে আরও বলা হয়, প্রতিটি কুকুরের জন্য ৫০০ টাকার বিনিময়ে টোকেন দেবে ক্যান্টনমেন্ট বোর্ড।
বাসিন্দা বিশেষ করে শিশুদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। সম্প্রতি সেখানকার বেশ কিছু বাসিন্দা রাস্তার কুকুরের আক্রমণের শিকার হন।
তবে প্রাণীদের নিয়ে কাজ করেন এবং সেখানকার রাস্তার কুকুরকে নিয়মিত খাবার দেন এমন কয়েকজন ব্যক্তি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, কয়েক মাস আগে কর্তৃপক্ষ রাস্তার কুকুরগুলোকে তাড়াতে উদ্যোগ নিয়েছিল।
তাদের দাবি, ওই এলাকার সবগুলো কুকুরকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ সেগুলোকে নিউটার করানোর কাজ শুরু হয়েছে।
মতামত দিন