রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে এই ঘটনা ঘটেছে
রংপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে একই তিন বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে এই ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত তিন বোন হলেন বদরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের রবিউলের মেয়ে রাবেয়া বাশরী (১০) তার বড় বোন রবিনা আখতার (১৬) এবং তাদের চাচাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ৬ দিন আগে শেখপাড়া গ্রাম থেকে ফুফু কোহিনুর বেগমের বাড়ি নাটারাম এলাকায় বেড়াতে আসে তিন বোন। বৃহস্পতিবার বিকেলের দিকে তারা তিন বোন বাড়ির কাছেই যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
আশেপাশের লোকজন ও স্বজনরা মিলে নদী থেকে তিন বোনকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় কোনো অভিযোগকারী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বদরগঞ্জ থানার ওসি।
মতামত দিন