বিভাগে মোট মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে, যা দেড় বছরের মধ্যে সর্ব্বোচ্চ। এ নিয়ে গত ৩৫ দিনে রংপুর বিভাগে ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১,০০৩ জনে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ১,৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০২ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৪৪%।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, রংপুরে কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের ৮টি এবং দিনাজপুরের ১৬টির মধ্যে বেডের একটিও খালি নেই।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রংপুরে ৯ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরে ৩ জন, পঞ্চগড়ে ২ জন এবং লালমনিরহাট ও গাইবান্ধায় একজন মারা গেছে।
এই সময়ের মধ্যে রংপুরে ১৩৯ জন, পঞ্চগড়ে ৪৭ জন, নীলফামারীতে ৪৪ জন, লালমনিরহাটে ২১ জন, কুড়িগ্রামে ৬৫ জন, ঠাকুরগায়ে ৭৪ জন, দিনাজপুরে ৭২ জন এবং গাইবান্ধায় ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৩ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৪৮৬ জন। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫০০ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫২ জন, রংপুরে ১০ হাজার ৫১০ জন, পঞ্চগড়ে ২ হাজার ৯৭২ জন, নীলফামারীতে ৩ হাজার ৮৪৭ জন, লালমনিরহাটে ২ হাজার ৩৪৮ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৮৪৮ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩৪৮ জন এবং গাইবান্ধায় ৪ হাজার ৩৫ জন।
স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় প্রতিদিনই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি।
মতামত দিন