নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় কাউকে মারপিট করা হয় না। তাই ভয় পাওয়ার কিছু নেই
বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় জরিমানার ভয়ে মার্কেটের দোতলা থেকে লাফ দিয়ে শফিকুল ইসলাম বাবু (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি উপজেলার আন্দরবাড়ি কৈয়রপাড়া গ্রামে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার তরফদার মার্কেটে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, তরফদার মার্কেটের নিচতলায় “জাহানারা গার্মেন্টস” নামে একটি কাপড়ের দোকান আছে শফিকুল ইসলামের। করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন উপেক্ষা করেই মার্কেটের ভিতর অনেক ব্যবসায়ীই দোকান খোলা রেখেছেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার দেওয়ান আকরামুল হক ওই মার্কেটে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকরা মার্কেটের দোতলায় উঠে পড়েন। অন্য দোকান মালিকদের সঙ্গে শফিকুল ইসলামও দোতলায় উঠেছিলেন। তাদের পিছু নিয়ে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারাও দোতলায় উঠলে শফিকুল ভয়ে নিচে লাফ দেন। এতে পা ভেঙে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে সারিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক বলেন, “ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় কাউকে মারপিট করা হয় না। তাই ভয় পাওয়ার কিছু নেই।”
মতামত দিন