গত ৫ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি জ্বর, সর্দি ও কাশিসহ কোভিডের নানা উপসর্গে ভুগছিলেন তিনি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেনে আতঙ্কেই প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শেখ (৮০)। গত পাঁচ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি জ্বর, সর্দি ও কাশিসহ কোভিডের নানা উপসর্গে ভুগছিলেন তিনি।
তাই মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে স্ত্রী ও শ্যালকের করোনাভাইরাস পরীক্ষা করাতে তাকে টুঙ্গিপাড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নমুনা নিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১০ মিনিটের মাথায় তার রিপোর্ট দিয়ে দেওয়া হয়।
রিপোর্টে কোভিড আক্রান্তের কথা জেনে আতঙ্কে স্বাস্থ্য কমপ্লক্সের সামনেই ইজিবাইকে বসা অবস্থায়ই প্রাণ হারান তিনি।
টুঙ্গিপাড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আলীর মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল তার জানাযা পড়িয়ে দাফন সম্পন্ন করেন।”
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) একএম হেদায়তুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিমের নেতৃত্বে বাংলাদশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।
মতামত দিন