তবে এর আগেই সকল কর্মজীবী মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করতে হবে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন, অফিস-আদালত এবং দোকানপাট ও শপিংমল পুনরায় চালু করা হবে। তবে এর আগেই সকল কর্মজীবী মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
টিকা দেওয়ার পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, ৭ আগস্ট থেকে সারাদেশের ১৪ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হবে। ৭ থেকে ১০ আগস্ট, তিনদিনের মধ্যে ১ কোটি কর্মজীবী মানুষ টিকা পাবেন। কোনও শ্রজীবী মানুষ টিকা গ্রহণ না করে কর্মস্থলে যেতে পারবেন না, দোকানদার দোকান খুলতে পারবে না, চালক গাড়ি চালাতে পারবে না।
মন্ত্রী বলেন, “টিকা প্রদানের ক্ষেত্রে পঞ্চাশোর্ধ্ব দোকানদার, গণপরিবহনের চালক, সহকারী ও কন্ট্রাক্টর অগ্রাধিকার পাবেন।”
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় দেশব্যাপী চলমান কঠোর লকডাউন আরও ৫ দিন বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, ঈদে লকডাউন শিথিল করার পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এবার তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হল।
মতামত দিন