মাত্র সাড়ে ৪ হাজার টাকা ভাড়ায় বহুতল ভবনের এসব ফ্ল্যাট পাবেন বস্তিবাসী
ঢাকায় থাকা বস্তিবাসীদের বসবাসের জন্য ফ্ল্যাট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্দেশ্যে মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকার বস্তিবাসীদের জন্যে নির্মিত বহুতল ভবনে স্বল্প ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট উদ্বোধন করা হয়েছে। মাত্র সাড়ে ৪ হাজার টাকা ভাড়ায় বহুতল ভবনের এসব ফ্ল্যাট পাবেন বস্তিবাসী।
মঙ্গলবার (৩ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আধুনিক সুবিধাসম্পন্ন ১৪ তলার তিনটি ভবনের ফ্ল্যাটের বরাদ্দ কাগজপত্র হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কয়েকজন বস্তিবাসীর মাঝে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।
প্রতিটি ভবনে লিফট, প্রশস্ত সিঁড়ি, জেনারেটর, সৌর বিদ্যুত, কেভিএ সাব-স্টেশন, খোলা জায়গা ও সৌন্দর্যবর্ধনের লাইটিংসহ অনেক আধুনিক সুবিধা রয়েছে।
২০১৭ সালের ২৬ অক্টোবর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৬২০ থেকে ৭১৯ বর্গফুট। এসব ফ্ল্যাটে রয়েছে দুটি করে বেডরুম, একটি বারান্দা, একটি ড্রয়িং রুম, বেসিন, রান্নাঘর ও দুটি বাথরুম। প্রতিদিন ১৫০ টাকা কিংবা সপ্তাহে ১০৫০ টাকা করে ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করা যাবে।
একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর মতিঝিল, আজিমপুর, মিরপুর, মালিবাগ ও তেজগাঁও এলাকায় নির্মিত ২৪৭৪টি ফ্ল্যাট সংবলিত ৫টি আবাসন প্রকল্প এবং মাদারীপুরে নির্মিত সমন্বিত অফিস ভবন উদ্বোধন করেন।
এ ধরনের আরও দুটি ভবন নির্মাণাধীন যা ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং প্রকল্প এলাকার পরিবারগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে।
এ প্রকল্পে প্রায় ১০ হাজার ফ্ল্যাট থাকবে যার জন্য ১৪৮ কোটি টাকা ব্যয় হবে। এর দ্বিতীয় পর্যায়ে ফ্ল্যাটগুলো আরও ১০০১ পরিবারের মধ্যে দেয়া হবে।
আজিমপুর সরকারি কলোনিতে ১৭টি ২০ তলা ভবনে ১২৯২টি ফ্ল্যাট, মিরপুরে ২৮৮টি ফ্ল্যাট, মালিবাগে ৪টি ২০ তলা ভবনে ৪৫৬টি ফ্ল্যাট এবং মতিঝিলে ৫টি ২০ তলা ভবনে ৩৮০টি ফ্ল্যাট। এছাড়া, তেজগাঁওয়ে ৮ তলার দুটি আবাসিক ভবন রয়েছে।
মতামত দিন