সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। কোম্পানীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে।
সোমবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "মন্ত্রীর বাড়ির সামনের সড়কে কয়েকটি ককটেল ছোড়া হয়ে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।"
স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৪ তার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল দুর্বৃত্ত মন্ত্রীর বাড়ির সামনে আসে। সেখানে তারা ককটেল হামলা চালায় এবং ফাঁকা গুলি করে। তাৎক্ষণিক দুর্বৃত্তরা অটোরিকশাযোগে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের কাউকে প্রত্যক্ষদর্শীরা চিনতে পারেননি।
মতামত দিন