এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন বৃদ্ধ বাবা। তাকেও লাথি ও কিল-ঘুষি মারে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন তিনি
ফরিদপুরের সালথায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে গোলাম মওলা (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১ আগস্ট) রাতে উপজেলার যদুনন্দী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে মোশারফ মোল্যার একটি দোকান ভাড়া নিয়ে মুদি ব্যবসা করতেন গোলাম মওলার ছেলে কবির মোল্যা। রবিবার (১ আগস্ট) রাতে কোনো নোটিশ ছাড়াই তাৎক্ষণিক কবির মোল্যাকে দোকান ছেড়ে দিতে বলেন মালিকপক্ষের লোকজন। এ সময় বাকবিতণ্ডা এক পর্যায়ে কবির মোল্যাকে মারধর করেন তারা। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা গোলাম মওলা। তাকেও লাথি ও কিল-ঘুষি মারে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে কবির মোল্যা বলেন, “লাথি, কিল-ঘুষিসহ বেধড়ক মারধরের কারণেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।”
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
মতামত দিন