গত ৩৩ দিনে রংপুর বিভাগে ৩৪ নারীসহ ৫০১ জনের মৃত্যু হয়েছে
রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছে। এ নিয়ে গত ৩৩ দিনে রংপুর বিভাগে ৩৪ নারীসহ ৫০১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ১,৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
এদিকে রংপুর কোভিড হাসপাতালের ৮টি আইসিইউ বেড এবং দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬ টি বেডের একটিও খালি নেই।
সোমবার (২ াাগস্ট) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়ে ২ জন, গাইবান্ধা ও ঠাকুরগাঁয়ে ৩ জন এবং নীলফামারী ও লালমনিরহাটে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৫৫ জনে।
গত ২৪ ঘন্টায় রংপুরে ১৫৪জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এছাড়া, পঞ্চগড়ে ৪৮ জন, নীলফামারীতে ৬১ জন, লালমনিরহাটে ২৫ জন, কুড়িগ্রামে ৭৯ জন, ঠাকুরগায়ে ৬৭ জন, দিনাজপুরে ৯৭ জন এবং গাইবান্ধায় ৪৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৯.৭৫%।
এখন পর্যন্ত রংপুর বিভাগে ২,১৮,৮১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ৪৫,৪২৭ জন। সুস্থ হয়েছেন ৩৫,১৭৬ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এরমধ্যে দিনাজপুরে ১২,৮১০ জন, রংপুরে ১০,১১৫ জন, পঞ্চগড়ে ২,৮০৪ জন, নীলফামারীতে ৩,৬৭৮ জন, লালমনিরহাটে ২,২৭৮জন, কুড়িগ্রামে ৩,৬৪১ জন, ঠাকুরগায়ে ৬,২০৬ জন এবং গাইবান্ধায় ৩,৮৯৫ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান তিনি।
মতামত দিন