এছাড়া ১০৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,১৬,১০০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়িকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে দশম দিনে দিনে রবিবার (১ আগস্ট) বিধিনিষেধ অমান্য করার কারণে রাজধানীতে ৩০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৩০৩ জনকে গ্রেফতার, ১০৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,১৬,১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়িকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
প্রসঙ্গত, শনিবার (৩১ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৪৮১ জনকে গ্রেফতার, ২০২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২,০৬,৭১০ টাকা জরিমানা এবং ৪৪০টি গাড়িকে ডিএমপি'র ট্রাফিক বিভাগ ১০,৪৫,০০০ হাজার টাকা জরিমানা করে।
এদিকে, বিধিনিষেধে অকারণে ঘোরাঘুরি ও মাস্ক না পরায় সারাদেশে ১০৩ জনকে ৬৬,৪৫০ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র্যাবের ১৭৮টি টহল ও ১৭৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে প্রায় দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।
মতামত দিন