গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ফেরার চাপ সামলাতে সাময়িক ব্যবস্থা হিসেবে গনপরিবহন চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ফেরার চাপ সামলাতে সাময়িক ব্যবস্থা হিসেবে গনপরিবহন চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, "এটা অব্যাহত থাকবে কিনা সেটা কেবিনেট বিভাগ জানে।"
রবিবার (১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।
শনিবার (৩১ জুলাই) দিনগত রাত থেকে ১৬ ঘণ্টা গনপরিবহন চলাচলের যে সিদ্ধান্ত হলো, এছাড়া সোমবার ভোর ৬টা পর্যন্ত নৌযান চলাচলের যে সিদ্ধান্ত হলো এর সাথে সড়কেও কি পরিবহন চলাচল করবে ?
এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিষয়টি কেবিনেট বিভাগ থেকে জানানো হয়েছে। আমাদের কাছে যেও খবর আছে তা হলো, রাতে গার্মেন্টস শ্রমিকদের প্রচণ্ড চাপ ছিল। এটা দেখে তাদের যেন ঢাকায় নিয়ে আসা যায় সেজন্য সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটা অব্যাহত থাকবে কিনা সেটা কেবিনেট বিভাগ জানে।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিধিনিষেধের সিদ্ধান্ত যেখান থেকে আসে এবং শিথিল করে এ বিষয়ে সেখানকার কর্মকর্তারাই বলতে পারবেন। আমাদের উপর দায়িত্ব ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার। আমরা সেই কাজই করছি।"
তিনি বলেন, "টিকা দেওয়ার বিষয়ে আমার সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। চলতি মাসের ৭ তারিখ থেকে আমরা ইউনিয়ন পর্যায়ের টিকা দেওয়ার ব্যবস্থা করছি। টিকা দেওয়ার জন্য সবাইকে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করছি।"
মতামত দিন