মহাসড়ক থেকে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের ওপর পড়ে যায় ট্রাকটি
মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে ট্রাক উল্টে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন।
শনিবার (৩১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে।
নিহতদের মধ্যে দুজন হলেন মাদারীপুর সদর উপজেলার সোহান হোসেন (২৬) ও পুলক হোসেন (২৫)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, রাত ৯টার দিকে ট্রাকটি শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজ টোল প্লাজার কাছে মহাসড়ক থেকে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে একজন স্থানীয় হাসপাতালে এবং অন্য দুজন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
মতামত দিন