উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে
চুয়াডাঙ্গার দর্শনায় মোবাইলে পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধু ইলফাজ ও তার বাবাকে ছুরিকাঘাত করেছে সুজন নামে এক যুবক (১৮)। এতে ইলফাজের বাবা শহিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (৪৫) ওই গ্রামের তাহার আলীর ছেলে। ইলফাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইলফাজ হোসেন তার বন্ধু সুজন ও জাকিরের সঙ্গে মোবাইলে পাবজি গেম খেলছিল। খেলা নিয়ে জাকিরের সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। এ সময় জাকিরের পক্ষ নিয়ে সুজনের সঙ্গে বিতর্কে জড়ায় ইলফাজ। এতে ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে সুজন। এ নিয়ে শহিদুল ইসলাম প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে সুজন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ইলফাজকেও ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহানা আহমেদ শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আহমেদ বলেন, “শহিদুলের বুকে, পিঠে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, “পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।”
মতামত দিন