প্রায় এক ফুট উঁচু করে পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে বিদ্যালয়ের মাঠটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা ও চলাচলে বিঘ্ন ঘটবে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে সড়ক নির্মাণ করছে পৌরসভা। সড়ক নির্মাণ বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। পৌরসভার মেয়রের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর সম্মিলিত সিদ্ধান্তে সড়কটি নির্মাণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মধ্য দিয়ে প্রায় এক ফুট উঁচু করে পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে মাঠটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলা ও চলাচলে বিঘ্ন ঘটবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরিত উপজেলা শিক্ষা কর্মকর্তার আবেদনপত্র থেকে জানা যায়, ঘাটাইল পৌরসভায় অবস্থিত রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মধ্যে দিয়ে পৌর কর্তৃপক্ষ একটি পাকা সড়ক নির্মাণ করছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা নষ্ট হচ্ছে। জলাবদ্ধতার সৃষ্টি হবে। অপর দিকে এতে করে বিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি কোন প্রকার অনুমতি এবং সম্মতি ছাড়াই সড়কটি নির্মাণ করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমি বিষয়টি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিকে জানিয়েছি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়েছি।”
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জানানো হয়েছে। বিদ্যালয় মাঠের মধ্যে দিয়ে সড়ক নির্মাণ করা ঠিক হয়নি। আমি মেয়রকে দুটো বিকল্প প্রস্তাব দিয়েছি। আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান বলেন, “স্কুল কমিটির সভাপতি, শিক্ষা কর্মকর্তা ও গ্রামবাসী সম্মিলিতভাবে আমাকে সড়ক নির্মাণ করার অনুমতি দিয়েছেন। নির্মাণ শুরু করার সময়ও কেউ আমাকে নিষেধ করেননি। হঠাৎ করে কেন তারা বিষয়টি অস্বীকার করছেন, তা আমার বোধগম্য নয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন বলেন, “কাজ বন্ধ করার জন্য মেয়রকে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।”
মতামত দিন